ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

‘তপন পাল’ এখনও আছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
‘তপন পাল’ এখনও আছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অটোরিকশা চালক তপন প‍ালের সততায় আগরতলার রামনগর এলাকার গৃহবধূ ঝুমা দাস সূত্রধর ফিরে পেলেন তার খোয়া যাওয়া ব্যাংকের পাসবইসহ ১০ হাজার রুপি ভর্তি ব্যাগ।

সোমবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয় কল্যাণপুর অটো ইউনিয়নের অফিসে ব্যাগটি জমা দেন তপন পাল।

ঝুমা দাস জানান, রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার পরে খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় তার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন।

আগরতলা থেকে বাসে করে তেলিয়ামুড়ায় গিয়ে অটোরিকশায় কল্যাণপুর যান। আত্মীয়র বাড়ি পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তার রুপি ও ব্যাংকের পাসবই ভর্তি ব্যাগটি অটোরিকশায় থেকে গেছে।
 ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এদিকে বাড়ি ফিরে তপন দেখতে পান অটো রিকশায় একটি ব্যাগ পড়ে আছে। তিনি ব্যাগ খুলে দেখেন ১০ হাজার রুপি। সোমবার সকালে রুপি ভর্তি ব্যাগটি স্থানীয় কল্যাণপুর অটো ইউনিয়নের অফিসে এনে জমা দেন।

ব্যাগের খোঁজে ঝুমা দাস কল্যাণপুর অটো ইউনিয়নের অফিসে গেলে ইউনিয়নের সদস্যরা তার ব্যাগ ফিরিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসসিএন/এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।