ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় অনুষ্ঠিত হলো ডাকটিকিট প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আগরতলায় অনুষ্ঠিত হলো ডাকটিকিট প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সংগৃহিত বিভিন্ন ধরনের ডাকটিকিট ও অন্যান্য সামগ্রি নিয়ে আগরতলায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সিটি সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে রোববার (২২ জানুয়ারি) ১৯৩৫ সালের ও তার পরবর্তী সময়ের বিভিন্ন চিঠি ও ডাকটিকিট নিয়ে হাজির হন আগরতলার শান্তনু বনিক।

শনিবার (২১ জানুয়ারি) শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগ।

এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো ভারতের প্রথম নারী অলিম্পিক জিমন্যাস্টিক ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারকে নিয়ে ডাকবিভাগের খামপ্রকাশ।

তবে, ডাক বিভাগের আগরতলা শাখার অবহেলায় প্রদর্শনীর বিষয়ে জানতে না পেড়ে অনেক সাধারণ মানুষই এতে থেকে বঞ্চিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।