ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার খোয়াই জেলায় স্ত্রী’র হাতে স্বামী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ত্রিপুরার খোয়াই জেলায় স্ত্রী’র হাতে স্বামী খুন

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলায় স্ত্রী বিশ্বরাণী দেব্বর্মার (৩২) হাতে খুন হয়েছেন স্বামী অজিত দেব্বর্মা (৪৫)। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী বিশ্বরাণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার চম্পাহাওর থানার বিদ্যাবিল এলাকার বাসিন্দা অজিত দেব্বর্মাকে মঙ্গলবার রাতে কুড়াল দিয়ে আঘাত করেন স্ত্রী বিশ্বরাণী দেব্বর্মা।

এসময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

আঘাতের পর অজিতের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে তার আগেই অজিতের মৃত্যু হয়।

প্রতিবেশীরা থানায় খবর দিলে খোয়াই মহকুমার এসডিপি ও শ্যামানন্দ শর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এরইমধ্যে ঘাতক স্ত্রী, তার ছেলে ও দুই মেয়েকে নিয়ে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে থেকে অজিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

এলাকাবাসী জানিয়েছেন, বিশ্বরাণী দেব্বর্মা সবসময় মদের নেশায় ডুবে থাকতেন। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত স্ত্রীকে আটকের জন্য মঙ্গলবার রাতভর অভিযান চালানো হয়েছে। পরে বুধবার (২৫ জানুয়ারি) সকালে জেলার শিখ্যাবাড়ী এলাকা থেকে চম্পাহাওর থানা পুলিশ বিশ্বরাণী দেব্বর্মাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।