ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় সাবেক সেনাদের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আগরতলায় সাবেক সেনাদের সম্মেলন অনুষ্ঠিত আগরতলায় সাবেক সেনাদের সম্মেলন অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগরতলায় সাবেক সেনাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সৈনিক কল্যাণ অধিকর্তা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্রজ্ঞা ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং, সৈনিক কল্যাণ অধিকর্তা এস দেওধর, সাবেক সেনাসহ তাদের পরিবারের সদস্যরা।

সম্মেলনে সাবেক সেনা পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়।

প্রতি বছরই সাবেক সেনাদের নিয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয় আগরতলায়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।