ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় শুরু হলো চিত্র ও বইয়ের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
আগরতলায় শুরু হলো চিত্র ও বইয়ের প্রদর্শনী নীহারিকা গ্রাফিতি

আগরতলা: আগরতলায় শুরু হয়েছে ছবি ও বইয়ের ব্যতিক্রমধর্মী প্রদর্শনী ‘নীহারিকা গ্রাফিতি’।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী আগরতলার সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর সূচনা করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, কবি দিলীপ দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের অন্যতম এক আলোকচিত্রী-শিল্পী রবীন সেনগুপ্তের প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানু লাল সাহাসহ অন্যান্য অতিথিরা প্রদর্শনী চত্বর ঘুরে দেখেন।  

প্রদর্শনীতে রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পীদের মোট ৮০টি ছবি ও মোট নব্বইটি বিভিন্ন ধরেনের বই রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসসিএন/এসএনএস      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।