ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় লাকি-শ্রীবাস্তব ফুটবল আসর ১১ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আগরতলায় লাকি-শ্রীবাস্তব ফুটবল আসর ১১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা/ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের রাষ্ট্রায়াত্ব তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান সংস্থার (ওএনজিসি) উদ্যোগে আয়োজিত ২০তম লাকি-শ্রীবাস্তব ফুটবলের আসর শুরু হচ্ছে শনিবার (১১ ফেব্রুয়ারি)। আগরতলার বিবেকানন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার সূচনা করবেন ত্রিপুরা সরকারের ক্রীড়া দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী।

আসরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মোট ১৩টি দল অংশ নেবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ওএনজিসি অ্যাসেট ম্যানেজার এস সোনি।

আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

আসরের চ্যাম্পিয়ন দলকে আয়োজক ওএনজিসি'র তরফে একলাখ রুপি পুরস্কার হিসেবে দেওয়া হবে এবং রানার্স দল পাবে পঞ্চাশ হাজার রুপি।

সংবাদ সম্মেলনে অ্যাসেট ম্যানেজার এস সোনি ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার পিআরও সোনালী দত্তসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।