ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন সম্পন্ন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন সম্পন্ন/ ছবি: বাংলানিউজ

আগরতলা:  ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৪তম দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 
সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের উন্নয়নে সিভিল সার্ভিস অফিসারদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস, সম্পাদক রাজেন্দ্র কুমার নোয়াতিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।