ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে হাসপাতালের কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে হাসপাতালের কর্মীরা বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে হাসপাতালের কর্মীরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: বেতন বৈষ্যম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ড. বি আর আম্বেদকর হাসপাতালের কর্মীরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কর্মীরা হাসপাতালের প্রবেশদ্বারের সামনে অবস্থান নিয়ে ক্ষোভ জানান।  

তারা জানান, হাসপাতালটি সরকারি জমির ওপর নির্মাণ করা হয়েছে।

এর দালানও নির্মাণ করেছে সরকার। নথিপত্র অনুযায়ী এটি সরকারি, অথচ পরিচালনা কমিটি কর্মীদের সরকারি মেডিকেল কলেজের তুলনায় অনেক কম বেতন দেয়।

তারা আরও জানান, বেতন বৈষম্যের বিরুদ্ধে হাসপাতালের কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরিচালনা কমিটিকে বার বার আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসসিএন/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।