ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় চলছে দু’দিনব্যাপী গড়িয়া উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, এপ্রিল ১৯, ২০১৭
আগরতলায় চলছে দু’দিনব্যাপী গড়িয়া উৎসব আগরতলায় চলছে দু’দিনব্যাপী গড়িয়া উৎসব-ছবি-বাংলানিউজ

আগরতলা: উপজাতিদের গড়িয়া পূজাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজধানী আগরতলায় চলছে দু’দিনব্যাপী ‘গড়িয়া উৎসব’।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ উৎসব শুরু হয়েছে। উৎসবের আয়োজন করেছে পান্তুই স্পোর্টিং সোসাইটি।

 

রাজধানীর আস্তাবল ময়দানে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী, আগরতলা দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার প্রবীর দেববর্মা প্রমুখ।

উৎসবে থাকছে উপজাতি শিল্পীদের সঙ্গীত ও নৃত্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাবার ও পোশাকের স্টলও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসসিএন/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।