ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় প্লাবিত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জুন ২, ২০১৭
ত্রিপুরায় প্লাবিত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার ত্রিপুরায় প্লাবিত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

আগরতলা: পাঁচ দিনের টানা ও ভারি বৃষ্টিতে আগরতলাসহ ত্রিপুরার রাজ্যের প্লাবিত অঞ্চল পরিদর্শন করেছেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

শুক্রবার (০২ জুন) ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অর্থিক সাহায্যের ঘোষণা দেন।

পাঁচ দিনের টানা ও ভারি বৃষ্টিতে আগরতলাসহ ত্রিপুরার রাজ্যের নিম্ন অংশে পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়া নদী, কাটাখালসহ রাজ্যের প্রায় প্রতিটি নদীতেই বেড়েছে পানির স্তর। পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাজধানীর পার্শ্ববর্তী বলদা খাল এলাকায় বেশ কিছু বাড়ি ঘরে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।