ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, জুন ১০, ২০১৭
আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল বিজেপির বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের কেন্দ্রীয় সরকারের ৭ম বেতন কমিশন অনুসারে বেতন ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।

শনিবার (১০ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

আগরতলার মহারানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কুঞ্জবন এলাকার গান্ধীমূর্তির পাদদেশে এসে শেষ হয়।

পরে সেখানে পথসভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিকসহ অন্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসসিএন/আরআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।