ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার সিপাহীজলার ৪ গ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, জুন ১৭, ২০১৭
ঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার সিপাহীজলার ৪ গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার সিপাহীজলার গ্রাম/ছবি: বাংলানিউজ

আগরতলা: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ত্রিপুরার সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের চারটি গ্রাম। শুক্রবার (১৬ জুন) বিকেলে বৃষ্টির সঙ্গে কয়েক মিনিটের জন্য ঝড় বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছ-গাছালিসহ বিভিন্ন স্থাপনার।

ঝড়ে ভেঙেছে শতাধিক বাড়িঘর। দশটি ঘর একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে।

এতে গৃহহীণ হয়ে পড়েছে কয়েক হাজারাধিক মানুষ।

বাড়ি-ঘরের পাশাপাশি প্রচুর সংখ্যক রাবার ও সেগুন গাছ ভেঙে ক্ষতি হয়েছে বলেও জানা যায়। উপড়ে পড়েছে বিদ্যু‍ৎ ও টেলিফোনের খুঁটি, কোথাও ছিঁড়ে গেছে তার।

ঝড় থামলে এলাকা পরিদর্শনে যান বিশালগড় মহকুমার মহকুমা শাসক নান্টু রঞ্জন দাসসহ প্রশাসনের কর্মকর্তারা।

মহকুমা শাসক বাংলানিউজকে জানান, ক্ষয়ক্ষতি জানতে স্থানীয় তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারই (১৭ জুন) ক্ষতি বুঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।