ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জুন ১৯, ২০১৭
ত্রিপুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ত্রিপুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আগরতলা: ২০১৭ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার বিভিন্ন স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (‌১৯ জুন) ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের পরিবহন, বিদ্যুৎ ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে, ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির নেত্রী শিখা দাস প্রমুখ।

মন্ত্রী মানিক দে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, পড়াশোনায় যেমন মনোযোগী হতে হবে, তেমনি সমাজের জন্য কাজ করার মানসিকতাও থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই শহরের পাশাপাশি পাহাড়ী এলাকাগুলোতেও নতুন নতুন স্কুল চালু করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।