ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

বিজেপি বিধায়করা ত্রিপুরার প্রশংসায় পঞ্চমুখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জুন ১৯, ২০১৭
বিজেপি বিধায়করা ত্রিপুরার প্রশংসায় পঞ্চমুখ বিজেপি বিধায়করা ত্রিপুরার প্রসংশায় পঞ্চমুখ

আগরতলা: উত্তরপূর্ব ভারতের চারটি রাজ্য সফরে সপরিবারে বেড়িয়েছেন বিহারের তিন বিজেপি বিধায়ক। এরা হলেন রামপ্রীত পাসওয়ান, বিজয় কুমার সিনহা ও প্রমুদ কুমার সিনহা।

তারা মেঘালয় সফর শেষে রোববার (১৮ জুন) আগরতলা পৌঁছান। এরপর সোজা চলে যান সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর লেকের নীরমহলে।

পাশাপাশি তারা রাজ্যের আরও কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

সোমবার (১৯ জুন) রাজ্য ত্যাগের আগে মহাকরণে গিয়ে ডেপুটি স্পিকার পবিত্র করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, স্মারক তুলে দেন ও বিধানসভা ভবন ঘুরে দেখেন তারা।

পবিত্র করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিহারের বিধায়করা উপস্থিত সাংবাদিকদের জানান, ত্রিপুরা রাজ্য খুব সুন্দর। চারিদিকে সবুজের সমাহার। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাকে কেন্দ্র করে রাজ্যে পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে।

বিধায়করা ত্রিপুরা তথা আগরতলার স্বচ্ছতার প্রশংসা করেন। এক বিধায়ক বলেন, মোদীর স্বচ্ছ ভারত আমরা ত্রিপুরায় এসে দেখতে পেলাম!

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।