ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় জুয়ার আসর থেকে ২ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, জুন ২২, ২০১৭
ত্রিপুরায় জুয়ার আসর থেকে ২ জুয়াড়ি আটক আটক জুয়াড়ি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলায় অভিযানে জুয়ার আসর থেকে রতন দেবনাথ ও নারায়ণ দাস নামে দুই জুয়াড়ি আটক করেছে কল্যাণপুর থানার পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তুতাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কল্যাণপুর থানা পুলিশ জানায়, ত্রিপুরার খোয়াই জেলায় অভিযান ‍চালিয়ে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৪ হাজার ৪শ’ ২০ রুপিসহ ওই দুই জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আস‍া হয়েছে।

তাদের মধ্যে থেকে একজন বি জে পি দলের মন্ডল কমিটির সভাপতি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।