ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলা বিমান বন্দরে ১ কেজি স্বর্ণসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, জুন ২৩, ২০১৭
 আগরতলা বিমান বন্দরে ১ কেজি স্বর্ণসহ নারী আটক আগরতলা বিমান বন্দর (ফাইল ফটো)

আগরতলা: আগরতলা বিমান বন্দর থেকে ১ কেজি ৩৬ গ্রাম স্বর্ণসহ মনিদীপা রায় চৌধুরী নামে এক নারীকে আটক কর‍া হয়েছে।

শুক্রবার (২৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্যরা।

সিআইএসএফ সূত্রে জানা যায়, ১ কেজি ৩৬ গ্রাম স্বর্ণসহ এক নারীকে আটক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশে  ওই নারী স্বর্ণ নিয়ে যাচ্ছিলো।

তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানায় সিআইএসএফ সূত্র।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।