ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আগরতলা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, জুন ২৬, ২০১৭
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচি

আগরতলা: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (২৬ জুন) ত্রিপুরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাধারণ মানুষদের সচেতন করতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগর এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বক্সনগর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশালগড় এলাকায় এসে শেষ হয়।

এতে মোট ১৫০ জন বিএসএফ জওয়ান অংশ নেন।  

এছাড়া রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।