ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যাত্রীবাহী গাড়ি উল্টে খাদে, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, জুলাই ৪, ২০১৭
ত্রিপুরায় যাত্রীবাহী গাড়ি উল্টে খাদে, আহত ৪ দুর্ঘটনা কবলিত গাড়ি-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুরে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতেরা হলেন-পরেশ দাস (৫০), অনন্ত গোস্বামী (২৮) জ্যোছনা দেববর্মা (৩৫) ও মল্লিকা দেববর্মা (৪৫)।

 

জানা গেছে, খোয়াই থেকে যাত্রী নিয়ে কল্যাণপুর যাচ্ছিলো টিআর-০১-৪৩৭১ নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি। গাড়িটি দ্বারিকাপুর এলাকায় একটি মোটরবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় চার যাত্রী আহত হন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে ভর্তি করে।  

কল্যাণপুর থানার সাব ইন্সপেক্টর নিধিরাম রিয়াং জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

বাংলাদেশে সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।