ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার কৈলাসহর থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জুলাই ৪, ২০১৭
ত্রিপুরার কৈলাসহর থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার ত্রিপুরার কৈলাসহর থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার

আগরতলা: সদ্যজাত এক কন্যা সন্তানকে পরিত্যাক্ত স্থান থেকে উদ্ধার করাকে ঘিরে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কৈলাসহরের বৌলাপাশার বাসিন্দা রয়জুন বিবি (৬৬) প্রতিদিনের মত সোমবার (০৪ জুলাই) বাড়ির পার্শবর্তী রাস্তার ধারের ঝুপঝাড় থেকে বনৌষধী লতাপাতা কুড়াতে বের হন। এদিন তিনি ঝোঁপের মধ্যে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন কাপড়ে জড়ানো অবস্থায় একটি শিশুকে কে বা কারা ফেলে রেখে গিয়েছে।

রয়জুন বিবি শিশুটিকে নিজের সঙ্গে করে নিয়ে আসেন।

এরপর সদ্যজ‍াত শিশুটির উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে চাইল্ড লাইন থেকে স্বেচ্ছাসেবীরা এসে শিশুটিকে কৈলাসহর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিচর্যার জন্য।

অন্যদিকে কৈলাসহরের মুক্তার মিঞা ও তার স্ত্রী চাইছেন শিশুটিকে আইনি রীতিনীতি মেনে দত্তক নিতে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।