ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় পুলিশি হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, জুলাই ৫, ২০১৭
ত্রিপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় পুলিশি হানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার তুলাবাগান এলাকায় ভেজাল মদ তৈরির কারখানার অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার তুলাবাগানের ভবতোষ পালের বাড়িতে বিভিন্ন ব্রান্ডের ভেজাল মদ তৈরির কারখানার খবরে সেখোনে অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন মোহনপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও)।

 

এ সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর পরিমাণ ভেজাল মদ, মদ তৈরির উপাদান, মদের খালি বোতল, বোতলের ছিপি, মদের বোতলের বিভিন্ন ব্র্যান্ডের লেভেলসহ পাত্রে রাখা মদ জব্দ করা হয়।
তবে পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করতে পারেনি। পুলিশ আসার খবর পেয়ে আগেই পালিয়ে গেছেন তিনি।  

সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত দেবনাথ জানান, এদিন প্রায় ২০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল মদ জব্দ করা হয়েছে। এক একটি বোতলের বাজার মূল্য ২০০ থেকে ২৫০ রুপি।  

এই ভেজাল মদ আশেপাশের এলাকা ও বাংলাদেশে অবৈধভাবে পাচার করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।