ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

নিপকো'র উদ্যোগে আগরতলায় সামাজিক কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জুলাই ৮, ২০১৭
নিপকো'র উদ্যোগে আগরতলায় সামাজিক কর্মসূচি নিপকোর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-ছবি-বাংলানিউজ

আগরতলা: নর্থ-ইস্ট ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেডের (নিপকো) ত্রিপুরা রিজিওনের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান।

শনিবার (৮ জুলাই) সংস্থার পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।  

এদিন সংস্থার জি এম হেমন্ত ডেকার নেতৃত্বে ১৮ জনের একটি টিম আগরতলার শিশু বিহার সংলগ্ন অনাথ শিশুদের আবাসস্থল ‘শিশুগৃহ’ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।

 

অনাথ শিশুদের মধ্যে কাপড়, খেলনা ও খাবার বিতরণ করা হয়। এসময় আবাস চত্বর পরিষ্কার রাখার জন্য ডাস্টবিন দেওয়া হয়। শিশুগৃহের পরিচালনা কমিটির সদস্যদের হাতে এগুলো তুলে দেন নিপকো'র জি এম হেমন্ত ডেকা।

হেমন্ত ডেকা বলেন, সামাজিক দায়িত্ব থেকেই সারা বছর নিপকো এ ধরনের কাজ করে। তারই অংশ হিসেবে আজকের এ কর্মসূচি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।