ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় রাতের আধারে হুমকির বিরুদ্ধে প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, আগস্ট ৮, ২০১৭
ত্রিপুরায় রাতের আধারে হুমকির বিরুদ্ধে প্রতিবাদ সভা

আগরতলা: রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুরের চা-বাগান এলাকায় চা শ্রমিকদের ভয়ভীতি, হুমকি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এর প্রতিবাদে মঙ্গলবার (৮ আগস্ট) চা-বাগানের কমিউনিটি হলে সিটু'র তেলিয়ামুড়া মহকুমার কমিটির উদ্যোগে চা-শ্রমিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সিটু'র খোয়াই জেলা কমিটির সভাপতি তথা তেলিয়ামুড়া মহকুমার কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী, সংগঠনের মহকুমার কমিটির সদস্য দিলীপ দাস, কল্যাণপুর চা শ্রমিক নেতা রামপ্রসাদ কুর্মী, বিমল পাইনকা প্রমুখ।

প্রথমে আলোচনা করেন বিমল পাইনকা, দিলিপ দাস, প্রণব চক্রবর্তী।  

বক্তারা বলেন- ঘৃণ্য রাজনীতি চালাচ্ছে বিজেপি দলের একাংশ কর্মী। তারা রাতের অন্ধকারে ভয়ভীতি দেখাচ্ছে। এ ধরনের রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান নেতারা।

একইসঙ্গে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের নজরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।