ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গাঁজাসহ ট্রাক চালক আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ত্রিপুরায় গাঁজাসহ ট্রাক চালক আটক  জব্দ করা গাঁজা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলায় গাঁজাসহ ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিনগত রাত স্থানীয় সময় সাড়ে ১০টায় জেলার আমবাসা থানার পুলিশ বর্হিঃরাজ্যের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাক চালককে আটক করে।

অভিযানে ট্রাক থেকে প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা জব্দ করা হয়।

 

আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল দাস জানান জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় ৪ লাখ রুপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানান, গাঁজাগুলি উত্তরপ্রদেশের মুজাফনগর নিয়ে যাওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।