ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ত্রিপুরায় হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ত্রিপুরায় হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আগরতলার: ত্রিপুরায় হেরোইন, ইয়াবা ও বিভিন্ন ধরনের নেশা জাতীয় ট্যাবলেটসহ লিটন ঘোষ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ত্রিপুরা পশ্চিম জেলার অন্তর্গত রাণীর বাজার থানার পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) জেলার বৃদ্ধনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাণীরবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা লিটন ঘোষকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ গ্রাম হেরোইন, ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন নেশা জাতীয় ট্যবলেট, মাদক ওজন করার যন্ত্র, সিরিঞ্জসহ আরো কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৫০ হাজার রুপী’র বেশি হবে।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে মারাত্মক ক্ষতিকর এ নেশার ট্যাবলেট ইয়াবা মায়ানমারের নেশাগ্রস্ত যুব সমাজের কাছে খুবই প্রচলিত। এবার এ ইয়াবা সীমান্ত পেরিয়ে ত্রিপুরা রাজ্যে ঢুকে পড়েছে।

তবে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করছে, কোন পথদিয়ে এই ইয়াবা ট্যাবলেট এ রাজ্যে প্রবেশ করছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।