বৃহস্পতিবার (৩১ আগস্ট) খোয়াই জেলার বাগান বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতাকর্মীরা, সন্ত্রাসবাদ নয়, আর রক্ত ঝরা নয়, শান্তির রাজ্য শান্ত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে, বাম সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই'র পশ্চিবাংলার সভাপতি সায়ন দীপ মিত্র, মৎস্য দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, ডি ওয়াই এফ আই'র ত্রিপুরা রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য তথা এলাকার বিধায়ক পদ্ম কুমার দেব বর্মা, শহীদ তপন চক্রবর্তীর ছোট ভাই প্রণব চক্রবর্তী প্রমুখ।
ত্রিপুরায় সিপিআই (এম) সদস্য তপন চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ
এর আগে শহীদ তপন চক্রবর্তী স্মৃতি শিশু উদ্যান পার্কে আবক্ষ মূর্তিতে মাল্যদান ও বাগান বাজার মাঠে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।২০০০ সালে ৩১ আগষ্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খোয়াই জেলার দুর্গাপুর গাওসভার শান্তিনগর থেকে দলের কাজ শেষে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে খুন হয়েছিলেন যুব আন্দোলনের নেতা তপন চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
এসই/জেডএম