ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ঈদের আনন্দে মেতেছে ত্রিপুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
ঈদের আনন্দে মেতেছে ত্রিপুরা আগরতলায় ঈদ। ছবি: সুদীপ

আগরতলা: সারা বিশ্বের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য জুড়েও পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষ্যে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে রাজ্যের বিভিন্ন এলাকার মসজিদে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ঈদের জামাত হয় রাজধানীর চিত্তরঞ্জন এলাকার গেদু মিঞার মসজিদ প্রাঙ্গনে। এখানে এক সঙ্গে এক হাজারেরও বেশী মানুষ নামাজ আদায় করেন।

ঈদ উপলক্ষ্যে গেদু মিঞার মসজিদের বাইরে বসে মেলাও। নামাজ শেষে নিজ নিজ বাড়ি ফিরে যে যার সাধ্য অনুসারে পশু কোরবানি করছেন পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করে।

আগরতলায় ঈদ।  ছবি: সুদীপ ঈদ উপলক্ষে ত্রিপুরা সরকার একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তাই মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও উৎসবের আনন্দে শপিংমলসহ সিনেমা হলে ভিড় জমাচ্ছে।

ঈদ উপলক্ষে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।