ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বিজেপি'তে যোগ দিলেন কংগ্রেসের সাবেক বিধায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
বিজেপি'তে যোগ দিলেন কংগ্রেসের সাবেক বিধায়ক বিজেপি'তে যোগ দিলেন কংগ্রেসের সাবেক বিধায়ক

আগরতলা: ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের ধলাই জেলা কমিটির সভাপতি তথা সাবেক বিধায়ক মনোজ কান্তি দেব বিজেপি দলে যোগ দিয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধলাই জেলার কমলপুরের নেতাজী মোড়ে বিজেপি'র উদ্যোগে এক পরিবর্তন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে তিনি বিজেপিতে যোগ দেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি সাবেক বিধায়ক মনোজ কান্তি দেবের হাতে বিজেপি দলের পতাকা তুলে দেন।

এদিন মনোজ কান্তি দেব ছাড়াও ৭৬৫ পরিবারের মোট ২ হাজার ৩৭৪ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এর মধ্যে কংগ্রেস দল ছেড়ে এসেছেন ৬৬১ পরিবার ও শাসক সি পি আই (এম) দল ছেড়ে এসেছেন ১০৪পরিবার বলে দাবি করে বিজেপি। এ কারণে
ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য প্রায় কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।