ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলার ব্যস্ততম এলাকার পুকুর থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
আগরতলার ব্যস্ততম এলাকার পুকুর থেকে মরদেহ উদ্ধার

আগরতলা: রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকার সি পি আই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় লোকজন কল্যাণ সাগর নামক পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন। খবর দিলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

 

বটতলা ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃনাল পালের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান।  

দমকল বাহিনী জানায় মরদেহ উদ্ধার তাদের কাজ নয়। তাই তারা ঘটনাস্থলে থেকে চলে যান।  পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ডাঙ্গায় তোলে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালের মর্গে পাঠায়।  

ওসি মৃনাল পাল জানিয়েছেন, ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। শহরের ব্যাস্ততম জায়গা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।