ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

কর্ণাটকে সাংবাদিক গৌরী খুনের প্রতিবাদ আগরতলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
কর্ণাটকে সাংবাদিক গৌরী খুনের প্রতিবাদ আগরতলায় কর্ণাটকে সাংবাদিক গৌরী খুনের প্রতিবাদ আগরতলায়

আগরতলা: ভারতের ব্যাঙ্গালুরুতে বিশিষ্ট সমাজকর্মী, লেখিকা ও সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে আগরতলায় মৌন জমায়েত করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

প্রথমে গৌরী লঙ্কেশ’র প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর একে একে জ্বলন্ত মোমবাতি প্রতিকৃতির সামনে রাখেন সংগঠনের সদস্য সদস্যরা।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক প্রণব সরকার, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, মানস পাল, তরুণ চক্রবর্তী, চিত্রা রায়সহ অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।