ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৩০ শয্যা বিশিষ্ট আয়ুর্বেদিক হাসপাতাল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
ত্রিপুরায় ৩০ শয্যা বিশিষ্ট আয়ুর্বেদিক হাসপাতাল উদ্বোধন সংবাদ সম্মেলনে মন্ত্রী শ্রীপদ নায়েক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার খুমলুং এলাকায় ৩০ শয্যা বিশিষ্ট আয়ুর্বেদিক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত রিজিয়নাল ইনস্টিটিউটে চালু হয় এ হাসপাতাল।  

হাসপাতাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের মন্ত্রী শ্রীপদ নায়েক, ভারত সরকারের হোমিওপ্যাথিক গবেষণা কেন্দ্রের উপদেষ্টা কমিটির সদস্য ড. নন্দিনী শর্মা প্রমুখ।


 
হাসপাতাল উদ্বোধনের পর বিকেলে আগরতলার কৃষ্ণনগর এলাকার বিজেপি'র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, এ হাসপাতালে রোগীরা বিনামূল্যে এক্সরে, ইসিজিসহ অন্যান্য পরিসেবার সুবিধা পাবেন।  

তিনি আরও বলেন, ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের তরফ থেকে ত্রিপুরা সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ত্রিপুরার আটটি জেলায় একটি করে আয়ুর্বেদিক হাসপাতাল স্থাপন করতে ইচ্ছুক।

এ জন্য ত্রিপুরা সরকারকে ভারত সরকারের কাছে আবেদন করতে হবে, গত কয়েক মাস আগে ভারত সরকারের তরফে রাজ্যকে এই কথা বলা হলেও রাজ্য সরকার এখনো আবেদন করেনি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. নন্দিনী শর্মা, ত্রিপুরা প্রদেশ সম্পাদক বিপ্লব কুমার দেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।