ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

শান্তি-সম্প্রীতি রক্ষার আহ্বানে ত্রিপুরায় সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
শান্তি-সম্প্রীতি রক্ষার আহ্বানে ত্রিপুরায় সভা  সভায় নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: শান্তি-সম্প্রীতি রক্ষায় ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান নিয়ে বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই'র উদ্যোগে ত্রিপুরায় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খোয়াই জেলার বাগান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই মিছিল নিয়ে বাগান বাজার অঞ্চল এলাকার খাসকল্যাণপুর, দ্বারিকাপুর, দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর থেকে প্রচুর নেতাকর্মী সভায় সামিল হন।

 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই'র ত্রিপুরা রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, প্রাক্তন যুব নেতৃত্ব তথা সিপিআই (এম) তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, এসএফআই রাজ্য কমিটির সদস্য মনীষা ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।