ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা থেকে গাঁজা ও তাজা বুলেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ত্রিপুরা থেকে গাঁজা ও তাজা বুলেট জব্দ ত্রিপুরা থেকে গাঁজা ও তাজা বুলেট জব্দ

আগরতলা: মাদকবিরোধী অভিযানে নেমে আবারো সাফল্য পেলো ত্রিপুরা পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) আগাম খবরের ভিত্তিতে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অন্তরগত স্বদেশনগরের রাধাকৃষ্ণ বিশ্বাসপাড়া অরুন মজুমদারের বাড়িতে অভিযান চালায় শান্তিরবাজার মহকুমা প্রসাশন ও বাইখোড়া থানার পুলিশ।

অরুন মজুমদারের বাড়ি থেকে প্রায় এক কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও একটি তাজা বুলেট জব্দ করা হয়।

তবে অভিযুক্ত অরুনকে আটক করা যায়নি।

অভিযানের নেতৃত্বে ছিলেন ডিসিএম সৈকত সাহা, এস ডি পিও চিরঞ্জিৎ চক্রবর্তী। জব্দ করা সামগ্রীগুলো শান্তিরবাজার থানায় নিয়ে যাওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানান বাইখোড়া থানার ওসি আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।