ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

শান্তনু হত্যাকাণ্ড ইস্যুতে রাজপথে কংগ্রেস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
শান্তনু হত্যাকাণ্ড ইস্যুতে রাজপথে কংগ্রেস শান্তুনু হত্যার সঠিক বিচার দাবিতে আগরতলায় মিছিল

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে রাজপথে মিছিল করেছে ত্রিপুরা কংগ্রেস দল। 

মিছিল থেকে নেতারা বলেন, শান্তনু হত্যার তদন্ত সি বি আই'কে দিয়ে করানো যাবে না। হাই কোর্টের একজন বিচারপতিকে দিয়ে করানোর দাবি জানান তারা।

 

এই দাবিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক'র (ডিজি) নিকট লিখিত আবেদনে করেছেন।  


ওইদিন দুপুরে রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুলিশের মহানির্দেশকের অফিসের সামনে এসে শেষ হয়। ডিজি অখিল কুমার শুক্লার কাছে  লিখিত আবেদন জমা দেন।  

আবদেন জমা দেওয়ার সময় কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিধায়ক গোপাল রায়, নেতা তাপস দেব, পিযুষ বিশ্বাস সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।  

বিধায়ক গোপাল রায় বলেন- সি বি আই দিয়ে এই ঘটনার তদন্ত করালে এর সঠিক তদন্ত হবেনা। কারণ বি জে পি'র মদদে আই পি এফ টি দলের কর্মীরা এই ঘটনা করেছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।