ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

পঞ্চমীতেই আগরতলায় দুর্গাপূজার মেজাজ সপ্তমে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
পঞ্চমীতেই আগরতলায় দুর্গাপূজার মেজাজ সপ্তমে পঞ্চমীতেই আগরতলায় দুর্গাপূজার মেজাজ সপ্তমে

আগরতলা: পঞ্চমীর সন্ধ্যা থেকেই ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় শারদীয় দুর্গোৎবের আনন্দ পূর্ণমাত্রায় শুরু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে রাজধানীর বিভিন্ন দ‍ুর্গাপূজার প্যান্ডেলেগুলোতে দেখা যায় দর্শনার্থীদের ভিড়।

রাজধানীর ডিম সাগর এলাকার হারাধন সংঘ, কর্নেল চৌমুনী যুব সংস্থা, নেতাজী সুভাষ রোডের ছাত্রবন্ধু ক্লাব, নেতাজী প্লে সেন্টার, শান্তিপাড়া এলাকার ঐক্যতান যুব সংস্থাসহ আরো কিছু বড় বাজেটের পূজা কমিটি দর্শকদের জন্য তাদের পূজা মণ্ডপ দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

পঞ্চমীতেই আগরতলায় দুর্গাপূজার মেজাজ সপ্তমে

এদিকে, ষষ্ঠী পর্যন্ত শহরে বাইক, স্কুটারসহ ছোট যানবাহন চলাচলে ট্রাফিক দফতরের পক্ষ থেকে কোন বিধি নিষেধ না থাকায় ইচ্ছ‍ামতো এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরছেন দর্শনার্থীরা। রাত যতো বাড়চ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় বাড়চ্ছে। ভিড় দেখে সহজেই বলা যায় পঞ্চমীর রাতে উৎসবের মেজাজ পৌঁছেছে সপ্তমে।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।