ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

শান্তনু খুনের তদন্তে এসআইটি গঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
শান্তনু খুনের তদন্তে এসআইটি গঠিত  ভানু লাল সাহা

আগরতলা: ত্রিপুরার তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে তদন্তের জন্য রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠন করবে। 

আইপিএফটি দলের সভাপতি এস সি দেববর্মার সঙ্গে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলানিউজের তরফে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এ ঘটনার তদন্ত ভারতের স্বাধীন তদন্তকারী সংস্থা সিবিআই'কে দিয়ে করানোর জন্য।

এই ইস্যুতে তার মত, ত্রিপুরা পুলিশকে দিয়ে তদন্ত করালে তা ব্যর্থ হবে।

কারণ আগেও বহু কেসে ত্রিপুরা পুলিশ ব্যর্থ হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

মন্ত্রীসভার বৈঠকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠনের পাশাপাশি রাজ্য সরকারের তরফে শান্তনুর পরিবারকে এককালীন আর্থিক সহায়তার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।