ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নিহত শান্তনুর পরিবারের পাশে আগরতলা প্রেসক্লাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
নিহত শান্তনুর পরিবারের পাশে আগরতলা প্রেসক্লাব        সাংবাদিক শান্তনুর পরিবারের পাশে আগরতলা প্রেসক্লাব, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার স্থানীয় ক্যাবল টেলিভিশন চ্যানেল ‘রাতদিন’র তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আগরতলা প্রেসক্লাব কর্তৃপক্ষ।

আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির সদস্যদের এক প্রতিনিধিদল প্রয়াত সাংবাদিকের জিরানীয়া এলাকার বাসায় গিয়ে মা, বোনসহ পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সম্পাদক আর কে কল্যাণজিৎ সিংহ, সহ সম্পাদক রণব চক্রবর্তী ও পিনাকী দাস প্রমুখ।

এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নিহত শান্তনুর মায়ের হাতে ১০ হাজার রুপি আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়।

এছাড়া এ খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করায় ও তার পরিবারকে দশ লাখ রুপি আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগরতলা প্রেসক্লাব ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।