ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

শান্তনু'র পরিবারকে ১০ লাখ রুপি সহায়তা রাজ্য সরকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
শান্তনু'র পরিবারকে ১০ লাখ রুপি সহায়তা রাজ্য সরকারের শান্তনুর পরিবারের হাতে অনুদান তুলে দেয়া হচ্ছে

আগরতলা: সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে পশ্চিম জেলার মান্দাই এলাকায় নিহত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের পরিবারের হাতে চেক তুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জিরানীয়া এলাকার শান্তনু'র বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে ১০ লাখ রুপির চেক তুলে দেন ত্রিপুরা সরকারের পরিবহন, বিদ্যুৎ ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী মানিক দে।

মন্ত্রী নিহত শান্তনু'র মা ও ছোট বোনের হাতে এই চেক তুলে দেন।

মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক (ডিএম) মিলিন্দ রামটেক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শান্তনু'র মৃত্যুর পর এর ত্রিপুরার মন্ত্রিসভা তার পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।