ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ত্রিপুরায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগরতলা: আগরতলার আমবাসা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে রাণী দেববর্মা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (০১ অক্টোবর) আগরতলা থেকে ধর্মনগরগামী একটি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেববর্মা ধলাই জেলার আমবাসা মহকুমার বাউলিয়া বস্তির রনু দেববর্মার স্ত্রী।

স্থানীয়দের বরাদ দিয়ে আমবাসা ও রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশের একটি দল। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা কর‍া হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছে আমবাসা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসসিএন/এসআরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।