ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সাংবাদিক খুনের তদন্তে সিবিআই'র দাবিতে গণঅবস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
সাংবাদিক খুনের তদন্তে সিবিআই'র দাবিতে গণঅবস্থান গণঅবস্থান-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'কে দিয়ে করানোর দাবিতে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের আন্দোলন চলছে।

সিবিআই'র তদন্তভার নেওয়ার দাবিতে সোমবার(২ অক্টোবর) আগরতলার কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে গণঅবস্থান নেয় নয়টি সাংবাদিক সংগঠনের সদস্যর‍া।
 
এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার এসআইটি গঠন করেছে।

কিন্তু সংগঠনগুলির অভিযোগ এসআইটি'র তদন্ত নিরপেক্ষ ও যথাযথ হবে না। তাই সিবিআইকে তদন্তভার না দেওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসসিএন/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।