ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মান্দাই থেকে ১৩দিন ধরে চালক নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ত্রিপুরার মান্দাই থেকে ১৩দিন ধরে চালক নিখোঁজ

আগরতলা: ১৩দিন ধরে ত্রিপুরায় জীবন দেবনাথ নামে এক গাড়িচালক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জীবন দেবনাথ জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের কর্মীকে নিয়ে মান্দাই গিয়ে ছিলো, ঐ সংবাদ মাধ্যমের কর্মী ফিরে এলেও এখনো নিখোঁজ জীবন।

এ ঘটনার ১৩দিন হয়ে গেলেও এখনো তার বাড়ি গিয়ে পরিবারের কারো সঙ্গে কথা বলেনি কোনো প্রশাসনিক কর্মকর্তা বা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব'র। তিনি বলেন, এ ঘটনা থেকে প্রমাণিত যে রাজ্যে আইনের শাসন নেই। তিনি সোমবার (২ সেপ্টেম্বর) নিখোঁজ জীবন দেবনাথের বাড়ি গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন ও তাদের দলের তরফে কিছু আর্থিক সহায়তা দিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।