ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা সফরে সিপিআই (এম) নেতা প্রকাশ কারাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ত্রিপুরা সফরে সিপিআই (এম) নেতা প্রকাশ কারাত

আগরতলা: বিরোধী রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল সিপিআই (এম)।

এরই পরিপ্রেক্ষিতে তিনদিনের সফরে ত্রিপুরা রাজ্যে যাচ্ছেন সিপিআই (এম) দলের সাবেক সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত।  

আগামী ১১ অক্টোবর তিনদিনের সফরে যাচ্ছেন তিনি।

ওইদিন তিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এর পরদিন গোমতীজেলার উদয়পুরে ও বিকেলে দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু এলাকায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।  

এছাড়া তিনি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেত‍াদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।