ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ বাজি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ত্রিপুরায় বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ বাজি জব্দ অভিযান চলছে মহারাজগঞ্জ বাজারে

আগরতলা: কোজাগরী লক্ষ্মী পূজা ও দীপাবলীকে সামনে রেখে বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ শব্দবাজি জব্দ করেছে সদর মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন ও আবগারি দফতর।

মঙ্গলবার (৩ অক্টোবর) সদর মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন ও আবগারি দফতরের কর্মকর্তারা রাজধানীর অন্যতম ব্যস্ত মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান।  

কর্মকর্তারা একাধিক টিমে ভাগ হয়ে বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি জব্দ করা হয়।

পাশাপাশি এদিন অভিযান চালিয়ে মহারাজগঞ্জ বাজার থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ ও বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ করা হয়।

জব্দ সামগ্রীগুলো প্রথমে মহারাজগঞ্জ ফাঁড়ি থানায় নেয়া হয়। এরপর সেগুলো নষ্ট করে ফেলা হয়।

অভিযানের নেতৃত্বে দেন সদর মহকুমার এডিশনাল এমডিএম সুব্রত মজুমদার।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।