ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রাক উল্টে আহত ২৭ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
ত্রিপুরায় ট্রাক উল্টে আহত ২৭ 

আগরতলা: দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আইপিএফটি-এর ২৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। 

শনিবার (০৭ অক্টোবর) আই পি এফ টি দলের উদ্যোগে দক্ষিণ জেলার বীরচন্দ্রমনু এলাকায় একটি মিছিল ও সভার আয়েঅজন করা হয়।  

সভায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা যোগ দেন।

 

সভা শেষে বাড়ি ফেরার পথে দলের কর্মী ভর্তি একটি মিনি ট্রাক দক্ষিণ জেলার বগাফা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকে থাকা ২৭জন আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ১৩জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার মহকুমার এস ডি এম বিশ্বশ্রী বি হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।