ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

কর্মসূচি ঠিক করতে প্রেসক্লাবে চাকরিচ্যুত শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
কর্মসূচি ঠিক করতে প্রেসক্লাবে চাকরিচ্যুত শিক্ষকরা

আগরতলা: আগামী দিনের আন্দোলন কর্মসূচি স্থির করতে একসঙ্গে মিলিত হয়েছেন ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষকরা।  রোববার (৮ অক্টোবর) আগরতলায় প্রেসক্লাবের সামনে তারা মিলিত হন।   

চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে ডালিয়া দাস সংবাদ মাধ্যমকে জানান, যারা আমাদের কর্ম সংস্থানের জন্য চেষ্টা করছে তাদের পাশে থাকবো। আর যারা আমাদের কর্মসংস্থানকে বাঞ্চাল করার জন্য চক্রান্ত করছেন আমরা তাদের চিনতে পেরেছি।

তাদের এই  চক্রান্তের তীব্র নিন্দা জানাই।

সেই সঙ্গে তিনি আরো জানান, আগামী ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের দিকেও তারা তাকিয়ে আছেন। আশা করছেন সর্বোচ্চ আদালত তাদের পক্ষে রায় দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।