ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

শান্তনু খুনে সিবিআই তদন্তের দাবিতে ত্রিপুরায় গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
শান্তনু খুনে সিবিআই তদন্তের দাবিতে ত্রিপুরায় গণঅবস্থান ত্রিপুরায় আইপিএফটি দলের গণঅবস্থানে যোগ দেয়া কর্মীরা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'কে দিয়ে করানোর দাবিতে এবার গণঅবস্থানে বসলো আইপিএফটি দল।

মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে তারা ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত জম্পুইজলা মহকুমার টাকারজলা এলাকায় ৪৮ ঘণ্টার গণঅবস্থানে বসে।

রাজধানী আগরতলা থেকে প্রায় ৪১ কিমি  দূরের টাকারজলা এলাকার এই গণ অবস্থানে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা এসে যোগ দিয়েছেন।

গণঅবস্থানে দলের সভাপতি এন সি দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

গণঅবস্থানকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে টাকারজলা বাজারে।

সাংবাদিক শান্তনু খুনের পর শাসক দল সিপিআই (এম) অভিযোগ করেছিলো যে আইপিএফটি সমর্থকরা তাকে খুন করেছে। শাসক দলের এই দাবি উড়িয়ে দিয়ে আইপিএফটি দলের সভাপতি এন সি দেববর্মা জানান শাসক দল রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ করছে। পাশাপাশি তিনি এই খুনের তদন্তের জন্য সিবিআই এর হস্তক্ষেপ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।