ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় চাকরিচ্যুত শিক্ষকদের মামলার প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ত্রিপুরায় চাকরিচ্যুত শিক্ষকদের মামলার প্রস্তুতি

আগরতলা: সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) আগরতলার মিতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এক সভায় তারা এ কথা জানান।  

এদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৫ হাজারেরও বেশি শিক্ষক সভায় অংশ নেন।

 

শিক্ষকরা জানান, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। শিক্ষকতার পদ টিকিয়ে রাখার জন্য এবার মামলার কথা ভাবছেন তারা। এজন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।  

তারা জানান, রাজ্য সরকার যে নতুন ১২ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করেছে তা নিয়ে মামলা চলছে, তবে তারা এই মামলা নিয়ে ভাবছেন না। তারা এখন তাদের শিক্ষক পদ রক্ষার আইনি লড়াইয়ের কথা ভাবছেন।  

শিক্ষক নিয়োগে অনিয়মের জেরে ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’২৩ জন শিক্ষককে চাকরিচ্যুত করার আদেশে দেন ভারতের সর্বোচ্চ আদালত। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম করেছে সরকার এই অভিযোগে ত্রিপুরা হাইকোর্টে মামলা হয়। মামলায় ত্রিপুরা সরকার হেরে গেলে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে। আপিলের রায়ে হাইকোর্টের রায় বহাল থাকে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।