ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ত্রিপুরায় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার ত্রিপুরায় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ঊনকোটি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ অক্টোবর) রাজ্যের কুমারঘাটর সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের রেল লাইনের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় পচা গন্ধ পাওয়া যায়।

পরে স্থানীয়রা রেল লাইনের পাশের জঙ্গলে গলিত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এ ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে।  

কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞতপরিচয় ওই ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে বলেও জানান বনজ বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসসিএন /আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।