ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরের আগরতলা শাখার ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি আগরতলার জয়নগর এলাকার ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজশোভাযাত্রার শুরুতে ভারত সেবাশ্রম সংঘের ত্রিপুরা শাখার মহারাজ স্বামী অচলানন্দজী বলেন সমাজের কল্যাণের জন্য সারাবছর ধরে কাজ করে আসছে। সমাজের ছেলে মেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সংকল্প থেকে প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা করা হয়। দেশের প্রতিটি কোণায় রয়েছে এ বিদ্যা মন্দিরের শাখা।

তাছাড়া খরা, বন্যাসহ ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করছে ভারত সেবাশ্রম সংঘ। রয়েছে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘের ১শ' বছর পূর্তি উপলক্ষে আরো ব্যাপকভাবে সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান মহারাজ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।