ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ভাইফোঁটায় সেনাদের শুভেচ্ছা বার্তা লতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ভাইফোঁটায় সেনাদের শুভেচ্ছা বার্তা লতার

আগরতলা: ভাইফোঁটা উপলক্ষে সারা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সব দিদি ও বোনেরা তাদের ভাইয়েদের ফোঁটা দিয়ে বলছেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা’। সেইসঙ্গে ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন।

সীমান্তে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি রেখে ভারতবাসীর সুরক্ষা নিশ্চিত করছেন যারা, সেইসব সেনা জওয়ানদের উদ্দেশ্যে ভাইফোঁটার বার্তা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে সেনা জওয়ানদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।

 

যাতে বলা হয়, আমি আপনাদের অনেক বোনের মধ্যে অন্যতম একজন। ভাইফোঁটা উপলক্ষে আপনাদের সবাইকে স্যালুট জানাচ্ছি। সেনা জওয়ানদের জন্যই দেশ সুরক্ষিত রয়েছে ও আমরা রয়েছি এই ভারতের জন্য। তাই দেশকে সম্মান জানাতে হলে, সবার আগে ভারতীয় বীর সেনা জওয়ানদেরই স্যালুট জানানো উচিত।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।