ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সিপিআই (এম)'র জিরানীয়া কমিটির ফেজবুক পেজ  উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
সিপিআই (এম)'র জিরানীয়া কমিটির ফেজবুক পেজ  উদ্বোধন 

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত সি পি আই (এম) দলের জিরানিয়া মহকুমা কমিটির অফিসিয়াল ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টবর) সন্ধ্যায় মাউস ক্লিক করে এই পেজের উদ্বোধন করেন সি পি আই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর।  

এ সময় উপস্থিত ছিলেন- দলের জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদক মধু দাস, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধাচরণ দেববর্মা প্রমুখ।

এই উপলক্ষে এদিন এক সভারও আয়োজন করা হয়। সভায় পবিত্র কর বলেন,  এখন যে কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বামফ্রন্ট সরকার ও সি পি আই (এম) দলের জনমুখী কাজকর্ম সাধারণ মানুষ বিশেষ করে যুব সমাজের কাছে তোলে ধরতে হবে।

সভায় দলের বিভিন্ন দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দলের তরফে জানানো হয় এই পেজে মহকুমা কমিটির সকল কাজ কর্মের তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসসিএন/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।